আদমশুমা’রি ও গৃহগণনা প্রকল্পে এবার সুযোগ পাচ্ছেন সাড়ে ৫ লাখ বেকার - Walid Computer & Studio

ওয়ালিদ কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস)। প্রোঃ মোঃ ওয়ালিদ শেখ। বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইল: ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"। ওয়ালিদ কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । প্রোঃ মোঃ ওয়ালিদ শেখ । বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইলঃ ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com [এখানে আর্জেন্ট ছবি, ফটোকপি, কম্পোজ, লেমেনেটিং, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণসহ যাবতীয় চাকুরীর আবেদন করা হয়।]

Breaking

" ভর্তি বা চাকরীর ফরম পূরণ করতে যোগাযোগ করুনঃ ওয়ালদি কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস)। বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইলঃ ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com

Monday, August 31, 2020

আদমশুমা’রি ও গৃহগণনা প্রকল্পে এবার সুযোগ পাচ্ছেন সাড়ে ৫ লাখ বেকার


 

সপ্তাহে ৮ হাজার টাকা আয়ের সুযোগ পাচ্ছেন সাড়ে ৫ লাখ বেকার। স্বচ্ছতার-সহীত জনবল নিয়োগ দেয়া হবে। আবেদন করুন…

আদম শুমা’রি ও গৃহগণনা প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে দেশের সব মানুষকে গণনা করা হবে ২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে দেশের সাড়ে ৫ লাখেরও বেশি তরুণ-তরুনী আয় করার সুযোগ পাচ্ছেন।

শ্লিষ্ট সূত্রে জানা যায়, জনশুমা’রি ও গৃহগণনা প্রকল্পে ৪ লাখ ৮২ হাজার তরুণ গণনাকারী হিসেবে কাজ করবেন। এরা প্রত্যেকে ৭ দিনে ৮ হাজার টাকা পাবেন। পাশাপাশি ৮২ হাজার তরুণ সুপারভাইজার পাবেন ৮ হাজার ৫০০ টাকা করে।

৭ দিনে চার কোটি খানায় (পরিবার) তথ্য সংগ্রহ করা হবে। একজন গণনাকারী ১০০টি খানার তথ্য সংগ্রহ করবেন। এর আগে জনশুমা’রির কাজে সুযোগ দেয়া হয়েছিল প্রাই’মা’রি স্কুলের শিক্ষকদের, তবে এবার শিক্ষিত বেকারদের এ সুযোগ দেয়া হবে।

জনশুমা’রি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ৭ দিনে ৫ লাখ ৬৪ হাজার তরুণ আয় করার সুযোগ পেতে যাচ্ছেন। প্রকল্প ব্যয়ের ৫৫ শতাংশ ব্যয় এই খাতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রকল্প পরিচালক জাহিদুল হক সরদার বলেন, শুমা’রিতে প্রথম বারের মতো মাল্টিমোড (মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ, পিক অ্যান্ড ড্রপ, পেপার বেজড, কল সেন্টার ইত্যাদি) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে।


এর মাধ্যমে দেশে প্রথম বারের মতো সীমিত আকারে ই-সেন্সা’স পরিচালনা করা হবে। এ শুমা’রিতে প্রথম বারের মতো বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক ও বিদেশে অবস্থানরত ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদেরও গণনা করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, স্বচ্ছতার মাধ্যমে জনবল নিয়োগের কাজ চলছে। স্থানীয় প্রশাসন ও বিবিএস-এর সমন্বয়ে সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে।

তথ্যসূত্র: ডেইলি বাংলাদেশ


Post Bottom Ad

Responsive Ads Here