১৫ হাজার জনবল নিয়োগ দিবে রেলওয়ে : বিজ্ঞপ্তি আসছে - Walid Computer & Studio

ওয়ালিদ কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস)। প্রোঃ মোঃ ওয়ালিদ শেখ। বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইল: ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"। ওয়ালিদ কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । প্রোঃ মোঃ ওয়ালিদ শেখ । বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইলঃ ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com [এখানে আর্জেন্ট ছবি, ফটোকপি, কম্পোজ, লেমেনেটিং, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণসহ যাবতীয় চাকুরীর আবেদন করা হয়।]

Breaking

" ভর্তি বা চাকরীর ফরম পূরণ করতে যোগাযোগ করুনঃ ওয়ালদি কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস)। বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইলঃ ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com

Sunday, August 16, 2020

১৫ হাজার জনবল নিয়োগ দিবে রেলওয়ে : বিজ্ঞপ্তি আসছে

 



১৫ হাজার জনবল নিয়োগ দিবে বাংলাদেশ রেলওয়ে। এই ১৫ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী রেলওয়েতে এই নিয়োগের অনুমোদন দিয়েছেন।এই তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাইল পাঠানো হয়েছিল। ইতোমধ্যে তিনি এই জনবল নিয়োগের অনুমোদন দিয়েছেন।তিনি আরো বলেন, ১৫ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এখন নিয়োগবিধি চূড়ান্ত করা হচ্ছে। সাধারণত নিয়োগবিধি তৈরি করতে চার থেকে ছয় মাসও সময় লেগে যায়।

তবে আমরা ৩০ দিনের ভেতর করার চেষ্টা করছি। কিছুদিন বেশিও লাগতে পারে।মাহবুব কবীর জানান, এই নিয়োগবিধি চূড়ান্ত হওয়ার পর গেজেট হবে। গেজেট হওয়া মাত্রই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

রেলওয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, তাঁর (প্রধানমন্ত্রীর) ঐকান্তিক আগ্রহ আর সদয় ইচ্ছায় রেল এক বিশাল কর্মীবাহিনী পাচ্ছে। এ জন্য তিনি রেলমন্ত্রী, সচিব, ডিজি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।সূত্র : দৈনিক ইনকিলাব


Post Bottom Ad

Responsive Ads Here