অগ্রণী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি - Walid Computer & Studio

ওয়ালিদ কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস)। প্রোঃ মোঃ ওয়ালিদ শেখ। বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইল: ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"। ওয়ালিদ কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । প্রোঃ মোঃ ওয়ালিদ শেখ । বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইলঃ ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com [এখানে আর্জেন্ট ছবি, ফটোকপি, কম্পোজ, লেমেনেটিং, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণসহ যাবতীয় চাকুরীর আবেদন করা হয়।]

Breaking

" ভর্তি বা চাকরীর ফরম পূরণ করতে যোগাযোগ করুনঃ ওয়ালদি কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস)। বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইলঃ ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com

Sunday, August 16, 2020

অগ্রণী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

 


অগ্রণী ব্যাংক লিমিটেড,প্রধান কার্যালয়, ঢাকা। নিয়ােগ বিজ্ঞপ্তি অশ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড এর একটি সাবসিডিয়ারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে একজন চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও নিয়ােগের লক্ষ্যে দক্ষ, মেধা ও যােগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলােঃ

পদের নাম :ব্যবস্থাপনা পরিচালক চুক্তি ভিত্তিক বেতন : আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা : (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর(সমমানের সিজিপিএ) স্নাতক সম্মান) সহ ২য় শ্রেণীর | এবং সিইও স্নাতকোত্তর ত্রিী। কোন ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগা নয়। (খ) ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি, একাউন্টিং, এসিএ, এফসিএ, এসিএমএ, এফসিএমএ, এমবিএ ডিগ্রীধারীগণ অগ্রাধিকার পাবেন। (গ) ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব (ডিএআইবিবি) উত্তীর্ণ এবং কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে। (ঘ) ন্যূনতম উপব্যবস্থাপনা পরিচালক বা সমমানের পদে চাকুরীসহ কোন ব্যাংকে ব্যাংক কর্মকর্তা হিসেবে ২০(বিশ) বৎসর চাকুরী ।

বয়সসীমাঃ ৩১/০৭/২০২০ তারিখে সর্বোচ্চ ৬০(ষাট) বছর। অধিকতর যােগ্য ও অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তবে তা কোনক্রমেই ৬১ বছরের ঊর্ধ্বে নয়। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শর্তাবলী। দরখাস্তের সাথে সকল শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত সনদ, চেয়ারম্যান/কমিশনার-এর নিকট হতে গৃহীত নাগরিকত্ব সনদ, ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/চেয়ারম্যান/কাউন্সিলর- এর নিকট হতে সম্প্রতি গৃহীত চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা ৪(চার) কপি পাসপাের্ট আকারের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগতযােগ্যতা(পরীক্ষা, বাের্ড/বিশ্ববিদ্যালয়, বিভাগ/শ্রেণী/সিজিপিএ, পাশের সালসহ), জন্ম তারিখ এবং ৩১/০৭/২০২০ তারিখে বয়স, নিজ জেলার নাম, যােগাযােগের জনা ফোন নম্বর, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, ধর্ম ইত্যাদি উল্লেখ থাকতে হবে। অর্জিত অভিজ্ঞতা সংক্রান্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে ।

দরখাস্ত ও খামের উপর পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অন্যান্য শর্তাবলীঃ • চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।পরীক্ষা/সাক্ষাৎকারের উদ্দেশ্যে যাতায়াতের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কোন প্রকার খরচ বহন করবে না। ৫ চুক্তিভিত্তিক চাকুরীর মেয়াদকাল হবে ৩(তিন) বৎসর । • দরখাস্ত অবশ্যই সর্বশেষ ২৭-০৮-২০২০ তারিখের মধ্যে মহাব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ৯/ডি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা বরাবর ডাকযোগে পৌছাতে হবে। দরখাস্ত ও দরখাস্তের সাথে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্রাদি scan করে soft copy gmadmin@agranibank.org, dgmhrd Wagranibank.org 4 e-mail a 04247 **C844 * সরাসরি কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। • নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত বাতিল করার কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশােধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

Post Bottom Ad

Responsive Ads Here