নতুন নিয়মে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা। - Walid Computer & Studio

ওয়ালিদ কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস)। প্রোঃ মোঃ ওয়ালিদ শেখ। বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইল: ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"। ওয়ালিদ কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । প্রোঃ মোঃ ওয়ালিদ শেখ । বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইলঃ ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com [এখানে আর্জেন্ট ছবি, ফটোকপি, কম্পোজ, লেমেনেটিং, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণসহ যাবতীয় চাকুরীর আবেদন করা হয়।]

Breaking

" ভর্তি বা চাকরীর ফরম পূরণ করতে যোগাযোগ করুনঃ ওয়ালদি কম্পিউটার এন্ড ষ্টুডিও (অনলাইন সার্ভিস)। বহরপুর স্কুল মার্কেট, বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইলঃ ০১৭৪৯-০৯৭৯২০, ০১৮৩৮-৩৯০৩২৬। ইমেইলঃ walidsshaik24@gmail.com

Friday, August 20, 2021

নতুন নিয়মে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা।


*নতুন নিয়মে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা* 

শীঘ্রই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগ শুরু হব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার জন্য 'জনগনের পুলিশ' বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৫ সালের মধ্যে 'মধ্যম আয়ের দেশ' এবং ভিশন-২০৪১ পূরণের মাধ্যমে উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বর্তমান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের প্রত্যক্ষ উদ্যোগে  নিয়োগ পদ্ধতিতে নতুন সব বিষয়াবলী সংযোজন করে একটি সুংহত পদ্ধতি প্রস্তুত করা হয়েছে। সুনির্ধারিত একটি পদ্ধতি অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। 

নতুন নিয়মে চালু হতে যাওয়া এই নিয়োগ পরীক্ষায় উতরে যেতে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহণ করা খুবই জরুরি। আগ্রহী প্রার্থীরা যাতে খুব সহজে ভিডিও দেখে অনুশীলন করতে পারেন, এজন্য এই অডিও ভিজ্যুয়ালটি নির্মাণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের এই অডিও ভিজ্যুয়ালটি দেখে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Video Link: https://youtu.be/24YmSAB5f20

Post Bottom Ad

Responsive Ads Here